শিক্ষার গুনগত মান উন্নয়নে কচুয়া মধ্যমিক বিদ্যালায়ে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 7 months ago

রুপডিয়া প্রতিনিধি:

শিক্ষার গুনগত মানউন্নয়ন ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়।

এসময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত)মুসলিমা খাতুন , সাবেক প্রধান শিক্ষক আবু মুসা,পুলিশ কর্মকর্তা (অব:)হাসেম আলী খান, তবিবার রহমান মাস্টার, ইন্জিনিয়ার মেহেদুর রহমান ফিরোজ, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, ডা: মুকুন্দ,ব্যাংকার সফিউদ্দীন,আনোয়ার হোসেন মাস্টার,রশিদ সরদার,আক্কেল আলী মোড়ল,ফজলুর রহমান মাষ্টার, সাবেক মেম্বর সিরাজুল , মহিলা মেম্বর বেবী সুলতানা আকরাম হোসেন, (সেনাবাহিনীর অবসর প্রাপ্ত অফিসার) এছাড়া ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর মাস্টার।

এসময়ে বক্তরা শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার উপর তাগিদ দেন।বক্তরা বলেন যোগ্য মানব সম্পদ তৈরীতে গুনগত শিক্ষার কোন বিকল্প নেই।শিক্ষকেরায় গুনগত শিক্ষা প্রদান করতে ও বাস্তবায়ন করতে অগ্রনী ভূমিকা পালন করবেন। কচুয়া মাধ্যমিক বিদ্যালয়কে একটি মডেল বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সকলে মিলে কাজ করতে হবে।এ জন্য প্রাক্তন ছাত্রছাত্রীরা একটি শিক্ষা তহবিল গঠনের পরামর্শ দেন ইন্জিনিয়া মেহেদুর রহমান ফিরোজ।শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিতকল্পে তিন সর্বপ্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।

error: Content is protected !!