শাল্লায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে শেখ রাসেল দিবস

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

শাহিদুর রহমান: দিরাই উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দূর্জয়’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার, ১৮ অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরে শোভাযাত্রা বের করা হয়।
এরপর ছিল উপজেলা গণমিলনয়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা সজিব হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন, থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মো আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাস, শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল ও গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে শেখ রাসেল স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেখ রাসেলের জন্মদিন উদযাপন।

error: Content is protected !!