শার্শার বাগআঁচড়ায় ৩টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে সিলগালা

লেখক: Champa Biswas
প্রকাশ: 9 months ago

সোহেল রানাঃ

যশোরের শার্শায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৩ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগআঁচড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ ক্রমে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নিজস্ব ডাক্তার, পরিশিক্ষিত নার্স, ও দক্ষ টেকনোশিয়ান না থাকার কারণে বাগাআঁচড়া নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ও আল-মদিনা প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম বলেন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে ৩ টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা।

error: Content is protected !!