মেহেদী হাসান নয়ন,হরিদাসকাটি প্রতিনিধিঃ
যশোরের শার্শার বাহাদুরপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা কামারুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়।
শুক্রবার রাতে বাউলিয়া বাজারে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা শোয়াইব হোসেন ও যশোর জেলা শাখার যশোর শাখার সভাপতি আলহাজ্ব মিয়া আঃ হালিম, প্রচার সম্পাদক কামরুজজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আা:রহীম, দ্বীনি সংগঠনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন ও ইমাম কাম অডিটর মাও ওবায়দুল্লাহ বাঁশীর সহ অন্যান্য জেলা উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
তারা আহত সাধারণ সম্পাদকের পরিবারকে সমবেদনা জানান এবং চিকিৎসাসহ আইনি সহযোগিতার আশ্বাস দেন কেন্দ্রীয় নেতা। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।