শার্শায় মানবপাচার প্রতিরোধে রাইটস যশোর’র মঞ্চ নাটক

লেখক: সোহেল রানা, স্টাফ রিপোর্টার যশোর
প্রকাশ: 2 months ago

সোহেল রানাঃ

যশোরের শার্শার ডিহিতে মানব পাচার প্রতিরোধে আলোচনা সভা ও জনসচেতনতামূলক মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডিহি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দাতা সংস্থা চান্স সুইস ও বনো ডাইরেক্ট এইডের সহযোগিতায় মানবাধিকার সংগঠন রাইটস যশোর এ অনুষ্ঠানের আয়োজন করে।

ডিহি ইউনিয়ন পরিষদের সচিব সুফল কুমার সাহার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, রাইটস যশোর এর প্রোগ্রাম পরিচালক প্রদীপ দত্ত, উপ-পরিচালক মাজহারুল ইসলাম,সরোয়ার হোসেন,তৌফিকুজ্জামান, সুইজারল্যান্ডের করিন ওয়াগনার, স্টিয়ার, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুব্বার সরদার, সাংগঠনিক সালাউদ্দিন আহমেদ, ই সেবা উদ্যোক্তা শ্যামলী খাতুন, সাংবাদিক সোহেল রানা প্রমুখ।

এ সময় অতিথিবৃন্দ বলেন, মানব পাচার বাংলাদেশসহ সারা বিশ্বের অগ্রগতিতে একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। সমাজের নারী ও শিশুদের সুরক্ষায় সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে বেসরকারি সংগঠনগুলোকেও একত্রিত হয়ে কাজ করতে হবে। সকলে একসাথে কাজ করে একটি প্রতিরোধ বলয় তৈরী করতে পারলে অবশ্যই সমাজকে মানব পাচার মুক্ত করা সম্ভব হবে।

error: Content is protected !!