শার্শায় বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর 

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

সোহেল রানাঃ

যশোরের শার্শার ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবির সিপাহী রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় পতাকা বৈঠকের পর শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামার পাড়া ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তের ২৮ নং মেইন পিলার দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়। বর্তমানে তার মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জামিল আহম্মেদ ও ভারতীয় বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা। এসময় পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্তসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ।এর আগে গত সোমবার (২২ জানুয়ারি) ভোররাতে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সিপাহী রইস উদ্দিনকে গুলি করে হত্যা করে বিএসএফ।এ ঘটনায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়। পরবর্তীতে আজ দুইদিন পর বিজিবির সদস্য রইচ উদ্দিনের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

error: Content is protected !!