লালমাটির দেশ বাঁকুড়ায় শুরু হয়েছে পিঠা পুলি উৎসব 

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 weeks ago

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

আজ পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে, শুরু হয়েছে ঐতিহাসিক পিঠা পুলি উৎসব। প্রতি বছরের ন্যায় এই বছরও ঐতিহাসিক পিঠা পুলি উৎসব এর শুভ উদ্বোধন করেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার শ্রী বৈভব তেওয়ারি আই পি এস ও বাঁকুড়া জেলার জেলা শাসক।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিভিন্ন থানার ওসি ও আই সি রা। এই পিঠা পুলি উৎসব এই আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের পিঠা পুলি ও মিস্টি নিয়ে উপস্তিত হয়। সেই সঙ্গে এই লালমাটির দেশে জেলার বিভিন্ন যায়গায় থেকে হাজার হাজার মানুষ জড়ো হয় মেলা দেখতে।

জেলার বাইরে থেকে প্রচুর মানুষের ভীড় জমায়। এখানে নানা পদের পিঠা পুলি নিয়ে উপস্তিত হয়। এই মেলায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রচুর পরিমাণে পুলিশ ও সাদা পোশাকে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

সেই সঙ্গে ড্রোন ব্যবহার করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এই বার ও নানা আয়োজন করা হয়েছে আগত দর্শনার্থীদের জন্য। এই ঐতিহাসিক মেলা দেখতে দেশ ও দেশের বাইরে থেকে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে।

error: Content is protected !!