রৌমারীতে সাংবাদিকের সাথে অসৌজন্য আচরণে বিজিবি ক্লোজ

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করার দায়ে রৌমারী ইজলামারী ক্যাম্পের নায়েক সুবেদার মো. মোতাহের হোসেনকে জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবি লাইনে ক্লোজ করা হয়েছে। সহকারি পরিচালক শামছুল হুদা জামালপুর বিজিবি’র মৌখিক আদেশের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার তাকে ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে।

খোজ নিয়ে জানা গেছে, গত বুধবার সকালের দিকে ইজলামারী ক্যাম্পের নায়েক সুবেদার মো. মোতাহের হোসেন বিজিবি,শিক্ষার্থী ও জনতা মিলে স্বেচ্ছায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধনী সংবাদটি সংবাদপত্রে প্রকাশের জন্য দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা মো: মাসুদ রানাকে ডেকে নেন। ওই প্রতিনিধি যথা সময়ে উদ্বোধনী অনুষ্ঠানে যান এবং পরের দিন ইত্তেফাক সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় উক্ত সংবাদটি প্রকাশ হয়।

এসব পত্রিকা সম্পর্কে খোজখবর না নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে অন্য দৈনিক যুগান্তর, দৈনিক ভোরের কাগজ, দৈনিক করতোয়া, বাংলা টিভির প্রতিনিধিদের ডাকেন নায়েক সুবেদার সাংবাদিকরা ইজলামারী ক্যাম্প সম্মুখে পৌছায় এবং  পূণরায় সংবাদটি প্রকাশ করার প্রসংঙ্গ টেনে দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা মাসুদ রানাকে খোজতে বলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে অসৌজন্য মুলক আচরণ করেন।  সাংবাদিকদের সাথে এহেন আচরণের জন্য স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদসহ তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

পরে বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হলে তাৎক্ষণিকভাবে ওই নায়েক সুবেদার মোতাহার হোসেনকে ক্লোজ করা হয় এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহল করা হবে বলে জানান।

error: Content is protected !!