রৌমারীতে শিশুদের সুরক্ষায় অভিভাবক সমাবেশ

লেখক:
প্রকাশ: 1 year ago

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:  নারী নির্যাতন,বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের সুরক্ষায় কুড়িগ্রামের রৌমারীর চরশৌলমারী ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকালের দিকে চরশৌলমারী ক্লাবের আয়োজনে চরশৌলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে এ প্রকল্পের জেন্ডার প্রোমোটার মাসুদ পারভেজ এর সঞ্চলনায় এই অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমের ফলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক সূচকেও বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে রোল মডেল হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকতার সাথে ক্লাব গুলোর কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে এসব ক্লাব পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে সারাদেশের ন্যায় রৌমারী উপজেলার ছয়টি ইউনিয়নের ক্লাবের শিক্ষক ও জেন্ডার প্রোমোটার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। পড়া শুনার পাশাপাশি ক্লাব গুলোতে ছুটির দিনে যেসব বিষয়য়ে আলোচনা করা হয়। যেমন: বয়সঃসন্ধিকালের সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশু পাচার কীভাবে প্রতিরোধ করা এবং শিশুদের সুরক্ষাসহ ইত্যাদি নানা বিষয়ে শেখানো হয়। তবে এসব কর্মসূচির মাধ্যমে কিশোর-কিশোরীরা উপকৃত হচ্ছে বলে জানান স্থানীয়রা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মুশাহেদ খান, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, ইউপি সদস্য আলেয়া খাতুন, বিশিষ্ঠ ব্যবসায়ী আমজাদ, জাহিদ, জেন্ডার প্রোমোটার মাসুদ পারভেজ, সংগীত শিক্ষক ইসমাইল হোসেন, আবৃত্তি শিক্ষক আক্তারা পারভীন,অভিভাবক,শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান ব্যাক্তি বর্গ।

error: Content is protected !!