রৌমারীতে রাস্তার দাবিতে মানববন্ধন

লেখক: লিটন সরকার
প্রকাশ: 5 hours ago

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রৌমারীতে রাস্তার দাবিতে মানববন্ধন করেছে অর্ধশতাধিক পরিবার।গতকাল  (২৪ নভেম্বর) ররিবার বেলা ১২টার দিকে রৌমারী উপজেলা গেট সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন করা হয়।  পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। এতে বক্তব্য রাখেন, হাবিবুল হাসান, আনোয়ার হোসন, মিজানুর রহমান, হুমায়ুন কবির, আফরুজা বেগম প্রমূখ।

বক্তারা বলেন, রৌমারী মহিলা ডিগ্রি কলেজপাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার দীর্ঘ ৩০ বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন তা বন্ধ করে দেয়ায় বিপত্তির সৃষ্টি হয়। কলেজের বাউন্ডারী ওয়াল তৈরির সময় স্থানীয় বাধা প্রদান করলে ৩ থেকে ৪ ফুট রাস্তা ছেড়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হয়।  এতে রাস্তাটি পুরাপুরি বন্ধ হয়ে যায়।

তারা আরো ও জানান, রাস্তা বন্ধ থাকায় শিক্ষক, শিক্ষার্থী, হাটুর, প্রতিবন্ধি ও অসুস্ মানুষের চিকিৎসা ব্যহত  হচ্ছে  রাস্তার অভাব কৃষকের উৎপাদিত ফসল বাজারে নেয়া যাচ্ছে না। এতে গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ।

এ বিষয় রৌমারী উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম সাংবাদিকদের কে বলেন, কলেজ কর্তৃপক্ষ ও গ্রামবাসীর লিখিত আবেদন পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা  হবে ।

error: Content is protected !!