রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক: লিটন সরকার
প্রকাশ: 2 days ago

রৌমারী (কুড়িগ্রাম )প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রৌমারী উপজেলা যুবদল বিভিন্ন কর্মসূচি পালন করেন। রবিবার সকাল ১০ টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন শুরু হয় পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, আগামীর রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া, জুলাই আগষ্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এ সময় রৌমারী উপজেলা যুবদলের ইউনিয়ন যুবদলের সকল নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। পরে বেলা ১২ টায় যাদুরচর ইউনিয়নের লাল কুড়া ঘাটে উপজেলা যুবদলের আহবায়ক মনজুরুল ইসলাম মন্জুর সভাপতিত্বে যুবদলের সদস্য সচিব মো: মশিউর রহমান পলাশ এর পরিচালনায় বন্যার্থদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার ও ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, যুগ্ম আহবায়ক সুজন, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বাবু, আহ্বায়ক সদস্য উপজেলা যুবদল রেজাউল ইসলাম রোমান, আহ্বায়ক সদস্য উপজেলা যুবদল ওয়ালিদ বিন বকুল, আহ্বায়ক সদস্য উপজেলা যুবদল আহসান হাবীব কাজল, সদস্য নাসির হোসেন,সদস্য আয়নাল, সদস্য জোবায়দুল ইসলাম ও যাদুরচর ইউনিয়ন যুবদলের আহবায়ক জিয়া, সদস্য সচিব লাল মিয়াসহ অত্র ইউনিয়ন যুবদলের সকল নেতা কর্মীরা।

error: Content is protected !!