রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালন

লেখক: Rakib hossain
প্রকাশ: 8 months ago

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করা হয়েছে।

সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় বৈশাখীকে বরণ ও র‌্যালি পূর্বে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান’র সভাপতিত্বে বৈশাখী বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে রৌমারী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। তখন নাচের তালে ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে বর্ষবরন উৎযাপন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম মিনু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম বাদল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সবুজ আহমেদ প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর সহ বিভিন্ন রাজনৈতিক দল,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। একই সাথে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ছোট বড় সকলের বিভিন্ন বাঙালি সাজের মাধ্যমে শোভাযাত্রাটি ছিল চোখে পড়ার মতো।

error: Content is protected !!