রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে, আর এই শীতের হাত থেকে মানুষের জীবন রক্ষা করতে প্রবাসী মইন (কানাডা) ওবাইদুল(ঢাকা) এবং জাহাঙ্গীর লিপু(ওমান) এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায়দের মাঝে ২৪ডিসেম্বর, মঙ্গলবার, সকাল ১১ টায় রৌমারী সরকারী সিজি জামান স্কুল মাঠে উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র এবং অস্বচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রৌমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু।
সার্বিক সহযোগিতায় ছিল এস এস সি ব্যাচ – ২০০৩ এ সময়ে উপস্থিত ছিলেন
খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি কে. এম. নাহিদ হাসান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শাহজালাল রানা, রাজিউল ইসলাম রোমান, আলমাস হোসেন ভোলা, রোকন জামানসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এই শীতকালীন সময়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি এই ছোট্ট সহায়তার মাধ্যমে তাদের শীত নিবারণে কিছুটা হলেও উপকারে আসবে। ভবিষ্যতে উপজেলার ৬টি ইউনিয়নের সবগুলোতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ধরনের উদ্যোগ সমাজে একতা এবং মানবিক মূল্যবোধকে সুসংহত করবে।