রৌমারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১৭টি পরিবার

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর পেলেন ১৭ জন ভুমিহীন ওগৃহহীন পরিবার। ৯ আগষ্ট বুধবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রৌমারী উপজেলা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপু মিয়া মিলানায়তনেউপজেলা প্রশাসনের আয়োজনে ১৭টি পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল ওগৃহ হস্তান্তর করা হয়েছে।সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালী বক্তব্যরেখে ১৩০ টি উপজেলায় ২২ হাজার ১০১টি ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করে শুভউদ্ধোধন করেন।এসময় রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রৌমারী উপজেলা শাখা আবু হোরায়রা, সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম মিনু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, শৌলমারী ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, রৌমারী থানা অফিসার ইনচার্জের পক্ষে এসআই আনছার আলী, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ভুমিহীন ও গৃহহীন পরিবারসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

error: Content is protected !!