রৌমারীতে দরিদ্র পরিবারের পাশে দাড়ালেন সিএসডিকে

লেখক: Rakib hossain
প্রকাশ: 10 months ago

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারৗতে তিন কন্যা সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাশে দাড়ালেন সেন্টারফর সোসাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) এর নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার। মঙ্গলবার দুপুরের দিকে রৌমারী সদর ইউনিয়নের বেপাড়ি পাড়া গ্রামে দরিদ্র অসহায় পরিবারের স্বামী হারা ও তিন সন্তানের মা মমতাজ বেগম এর হাতে কম্বল ২টা, চাউল ১বস্তা, চিনি, লবন, ডাল, গোসলের সাবান, গুড়া পাউডার, লাচ্চা
সোয়ামিন তেল, নারিকেল তেল, গোল আলু ও ফুলকপিসহ অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয় । মমতাজ বেগমের স্বামী ছোট ছোট তিন সন্তান রেখে ২০ বছর আগে মারা যান। মমতাজ
সন্তানদের লালন পালনে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ ও স্থলবন্দরে পাথর টানার করে জীবিকা নির্বাহ করতেন। শাররিক অসুস্থতার কারনে কাজে যেতে পারছেন না। সন্তান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন মমতাজ বেগম। ভালো একটা ঘর নেই। কারো কাছে গিয়ে বরাদ্দ না থাকায় ভাগ্যে জোটেনি একটি কম্বলও। এসময় আরো উপস্থিত ছিলেন, সোহেল রানা, রিপন মিয়া, হেলাল উদ্দিন, শাহীন আলম, সাংবাদিক শফিকুল ইসলাম, লিটন সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

error: Content is protected !!