রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারীতে কুড়িগ্রাম নাট্য সংঘর অফিস উদ্বোধন রৌমারীতে কুড়িগ্রাম নাট্য সংঘর অফিস উেেদ্বাধন ও সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে খনজন মারা ও বন্দবেড় ইউনিয়ন পরিষদের সামনে কুড়িগ্রামের নাট্য সংঘর অফিস উদ্বোধন ও সাইনবোর্ড টাঙ্গানো হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম নাট্য সংঘর উপদেষ্টা মন্ডলীর সভাপতি কাজিম উদ্দিন,সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, ফজলুল হক, সহ-সভাপতিও সাংবাদিক শাহাদত হোসেন, সহ-সভাপতি ও সাংবাদিক সাইফুল ইসলাম, সম্পাদক মো.শাহজামাল,সহ-সম্পাদক মো. ফজলুল হক, মযেজ উদ্দিন,কুড়িগ্রাম নাট্য সংঘের পরিচালক মো. আইয়ুব আলী, সাধারন সম্পাদক খলিলুর রহমানসহ সংঘঠনের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম নাট্য সংঘর রেজিঃ নাম্বার-২০১।