লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর, বন্দবেড় ইউনিয়নের ঝুনকির চর ও চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামের জামে মসজিদ ভবনের ওয়াল, ওযুখানা, টয়লেট, পানির টেংকি, বারান্দা, মেঝে প্লাস্টার, জানালা ও দরজাসহ বিভিন্ন নির্মাণ কাজে নগদ অর্থ প্রদান করেন আল যাকাত সাদাকা ও মাসস্তুল ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে তিনটি মসজিদের পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ সমাজের গণ্যমান্য ব্যক্তির কাছে এই নগদ অর্থ হস্তান্তর হয়।
জানা গেছে, গত কয়েক মাস আগে এই তিনটি জামে মসজিদ নির্মাণ কাজ শুরু করেন গ্রামবাসিরা। মসজিদের তহবিল না থাকায় এই তিনটি মসজিদের কাজ বন্ধ রাখেন তারা।
পরে আল যাকাত সাদাকা ও মাসস্তুল ফাউন্ডেশনের কাছে স্থানীয় আরএসডিএ’র এনজিও’র সংস্থার মাধ্যমে মসজিদ সংস্কারের জন্য অর্থ সহায়তার আবেদন করেন মসজিদ কমিটি।
পরে ওই ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মসজিদগুলো দেখার জন্য সরেজমিনে আসেন এবং আল যাকাত সাদাকা ও মাসস্তুল ফাউন্ডেশন এর যেীথ উদ্যোগে প্রথম দফায় কিছু নগদ অর্থ কমিটির হাতে দেন। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আবারোও কিছু অর্থ দেন ওই ফাউন্ডেশন।
পর্যায়ক্রমে ওই তিনটি জামে মসজিদের নির্মার্ণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই ফাউন্ডেশন থেকে অর্থ দেওয়া হবে বলে জানান আল যাকাত সাদাকা ও মাসস্তুল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল যাকাত সাদাকা ও মাসস্তুল ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরাফুল আলম, আরএসডিএ’র নির্বাহী পরিচালক মো. ছাইফুর রহমান, জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুর রশিদ,
সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ক্যাশিয়ার আশরাফুল ইসলাম, গ্রামের মাতাব্বর আবুল কালাম, শাহিনুর, তৈয়বুর রহমান আকাশ, গেল্লা মিয়া ও বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী শাখার সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ।