রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন শার্শা থানায় অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

তহিদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পেলেন সাবেক মণিরামপুর থানা ইনচার্জ, বর্তমান শার্শা থানার অফিসার ইনচার্জ মু: শেখ মনিরুজ্জামান।
বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হন।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেন তাকে।এছড়াও মণিরামপুর থানায় কর্মরত থাকা অবস্থায় সাধারণ মানুষ কে আইনি সেবা দিয়ে প্রশংসায় পঞ্চমুখ তিনি।গত জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে মণিরামপুর থানা থেকে শার্শা থানায় বদলি হয় তিনি।কিন্তু তিনি বদলি হলেও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা ভূষিত হওয়ায় মণিরামপুর উপজেলার সর্বস্তরের জনগণ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ফেইসবুক ব্যাবহার কারী হাজার হাজার সাধারণ মানুষ। এবিষয়ে বাংলাদেশ প্রেসক্লাব মণিরামপুর উপজেলা শাখার সভাপতি অমিতাভ মল্লিক, ও সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম জানায়,তিনি মণিরামপুরে থাকা কালিন, শতশত মামলার মামলার রহস্য উদঘাটন, গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন।তিনি যে কারনে শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয়।ওসি মু. শেখ মনিরুজ্জামান খুলনা জেলার রুপসা উপজেলার একজন কৃতি সন্তান। তিনি ১৯৮২ সালে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। খুলনা সরকারি বিএল থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স এবং খুলনা বিশ্ব বিদ্যালয়ের অধীনে এমবিএ সম্পুর্ন করেন তিনি।
মু. শেখ মনিরুজ্জামান পুলিশ বাহিনীতে সাব-ইনন্সপেক্টর হিসেবে ২০০৬ সালে প্রথমে যোগদান করেন।বিশেষ কাজের অবদানে এর আগে তিনি দু’বার মেডেল প্রাপ্ত হয়েছেন।এছাড়া তিনি দেশ ও দেশের বাহিরে বিশেষায়িত প্রশিক্ষন করেন।
ওসি মু.শেখ মনিরুজ্জামান বলেন, সততা নিষ্ঠা কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বশেষ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছি। তিনি আরও জানান, আমি আমার চাকুরি জীবনে শেষ দিন পর্যন্ত আমার উপর অর্পিত দায়িত্ব শত ভাগ সততার সাথে পালন করে যেতে চাই।
অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক নির্দেশনা প্রদান ও সহযোগিতার জন্য যশোর জেলার পুলিশ সুপার সহ সকল সহকর্মিদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন।
উল্লেখ্য পুলিশের এই সর্ব্বোচ স্বীকৃতি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদে যারা ভূষিত হন তারা এককালীন অর্থ ও প্রতিমাসে ভাতা পান এবং নামের শেষে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারবেন।
error: Content is protected !!