মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোরের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রতিশোধের নয় ক্ষমার।
বিগত ১৭ বছর ধরে আমরা যেভাবে সর্বোচ্চ সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছি বাকি জীবনেও সংযম ও ধৈর্য্য ধারণ করব। মানুষের পাশে আমরা ছায়া হয়ে থাকবো। নির্যাতিত মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করব।
রবিবার বিকালে সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাজারহাটে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা.আব্দুল আজিজ।
যশোরে ইতিপূর্বে যারা পুঙ্গুত্ব বরণ করেছেন হসপিটালের ছিলেন আমাদের নেতাকর্মীরা সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আপনারা সনাতন ধর্মালম্বীরা এই দেশের নাগরিক দুর্বল নন। আপনাদের পাশে বিএনপি নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে।
কোনো দুষ্কৃতিকারী চক্রান্তকারী কিংবা আওয়ামী লীগের গুন্ডাবাহিনী আপনাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আপনারা নির্ভয় নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করবেন।
আমরা ইতিমধ্যে দেখেছি সনাতন ধর্মী ভাই এবং ব্যবসায়ীদের চাঁদা দিতে হয়েছে কাউকে চাঁদা দিতে হবে না আমার দলের কোন নেতাকর্মী অনাচারে লিপ্ত হওয়ার সাহস নেই তারপরও কেউ যদি কোন ভাবে লিপ্ত হয়ে থাকে তার বিরুদ্ধে কেবল সাংগঠনিক ব্যবস্থা নয় তাকে আইন-শৃঙ্খলার বাহিনীর হাতে সোপর্দ করা হবে পহেলা জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা অনেক অবদান রেখেছেন তাদের সাথেই সকল রাজনৈতিক দল মিলে গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়।
বিএনপি’র ৫০ লক্ষ নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে সরকার হয়রানি করেছে। রাজনীতি শিখতে হলে জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমান ও তরিকুল ইসলামের আদর্শ নিতে হবে। তাদের মধ্যে মানুষের কোন ভেদাভেদ নেই। সকলে আমরা বাংলাদেশী। আমরা সরকারের কোন পর্যায়ে না থেকেও আমরা নেতাকর্মীরা আপনাদের যেভাবে সুরক্ষা দিচ্ছি আগামীতেও সেটি অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন আজকে আওয়ামী লীগ তার অতীতের কৃতকর্মের ফল ভোগ করছে তারা গৃহীত সংগঠনের পরিণত হয়েছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন সনাতন ধর্মলম্বীদের পক্ষে চিত্তরঞ্জন পাল স্বদেশ কুমার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অঞ্জুরুল হক খোকন সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, আব্দুর রাজ্জাক, রামনগর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান শামিম, মিজানুর রহমান বাবলু, সদর উপজেলা যুবদলের আহবায়ক খোরশেদ আলম বাবু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ মহিলা দলনেত্রী হালিমা লতিফ, জাহানারা বেগম বিএনপি নেতা মোজাহার আলী আব্দুর রাজ্জাক ইব্রাহিম হোসেন সহ নেতৃবৃন্দ।