নিউজ ডেক্স: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে অবস্থিত শহিদুল শিক্ষা নিলয় থেকে ২০২৩ সালের এস,এস,সি পরীক্ষায় জিপিএ৫ পেয়েছে ১০ জন।
বর্ষা ঋতুর কদম ফুলের মিষ্টি গন্ধে “ শহিদুল শিক্ষা নিলয়”—এর পক্ষথেকে সকল অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং খুশির বার্তা। ২০২৩ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ— “প্লাস” পেয়েছে ১০ জন এবং “এ” গ্রেড পেয়েছে ১২ জন।
তেমরা স্বপ্ন দেখেছিলে, দক্ষ কারিগর হয়ে সে স্বপ্নের সর্বাঙ্গীন সুন্দর কাঠামো তোমরা নির্মাণ করতে পেরেছ। মেধা তোমাদের মূল হাতিয়ার; অদম্য ইচ্ছা, কঠোর অধ্যবসায়, জয় করার সিদ্ধান্ত সে হাতিয়ারকে করেছে শাণিত। তোমরা পেরেছ কারণ তোমরা পারতে চেয়েছিলে। তোমাদের জন্য আরো একবার শুভ কামনা!