রাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

নিজস্ব প্রতিবেদক :

আজ ৬ই সেপ্টেম্বর শুক্রবার  বিকাল ৩টায় যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে
জামায়াতে ইসলামী বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মাওঃ ফরিদ উদ্দীন খাঁনের সভাপতিত্বে এক আলোচোনা সভা ও দোয়া অনুষ্টানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুফ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাড. গাজী এনামুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রভাষক মনিরুল হুদা, উপস্থিত ছিলেনে মনিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যপক ফজলুল হক, মনিরামপুর উপজেলার আমীর মাওলানা লেয়াকঅত আলী, মনিরামপুর উপজেলার নায়েবে আমীর মাওলানা মহিউল ইসলাম, উপস্থিত ছিলেন ডাক্তার শরিফুল ইসলাম সহ উপজেলা ও বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে মঞ্চ কাঁপিয়ে মানুষের হৃদয় জুড়ানো ইসলামী সংগীত পরিবেশন করেন ডুমুরিয়া থানা থেকে আগত এস আই লিটন হোসেন।

অনুষ্ঠানে প্রধান অথিতি এবং বিশেষ অতিথিরা সকলে ইসলামী দিক নির্দেশনা মুলক বিভিন্ন আলোচনা করে সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

error: Content is protected !!