রংপুরে সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

লেখক:
প্রকাশ: 1 year ago

রংপুর জেলা প্রতিনিধি:  নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে রংপুর নগরীর কেরানীর হাট চেয়ারম্যানের মোড় ছিট কেল্লাবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ২জন হলেন- সদর উপজেলার হরিদেবপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে হুমায়ূন আহমেদ (৩২) ও নগরীর বক্তিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া (২৪)। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নির্মাণাধীন ভবনটির সেফটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী হুমায়ূন আহমেদ। সেখানে জমে থাকে গ্যাসে অচেতন হয়ে পড়লে তাকে বাঁচাতে ট্যাংকের মধ্যে নেমে পড়েন আরেক শ্রমিক লিটন মিয়া। সেখানে দু’জনেই অক্সিজেন স্বল্পতাসহ জমে থাকা গ্যাসে শ্বাসকষ্টে মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা সেফটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে মরদেহগুলো হাজিরহাট থানায় নিয়ে আসে। বাড়ির মালিক এনামুল হক জানান, সেপটিক ট্যাংক ২৫ দিন আগে নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় নির্মাণ শ্রমিকরা কাজ করতে নেমে ছিলেন। দুঃখজনক ভাবে তারা দম বন্ধ হয়ে মারা গেছেন। এ বিষয়ে মেট্রোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া বলেন, সেফটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করার সময় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

error: Content is protected !!