রংপুরে মাদরাসাতুল মাদীনাহ এর উদ্যোগে এক তাফসীরুল কুরআন মাহ্ফিল এর আয়োজন

লেখক: সেলিম মিয়া, রংপুর
প্রকাশ: 5 days ago
Exif_JPEG_420

মোঃ আবু শাহান সেলিম মিয়া, রংপুর:

রংপুর মহানগরীর ১২ নং ওয়ার্ড পূর্ব গোপিনাথপুর (মোহাম্মদপাড়া) এলাকায় এক তাফসীরুল কুরআন মাহ্ফিল আগামী (১ নভেম্বর) শুক্রবার বাদ আছর মাদরাসা মাঠ প্রাঙ্গনে কার্যক্রম অনুষ্ঠিত হবে।

তাফসীরুল কুরআন মাহ্ফিলে আমন্ত্রিত বক্তা ওলামায়ে কেরামগণ জনাব, পীরজাদা মাওঃ মোঃ এমদাদুল হক খতিব লিল্লাহ্ জামে মসজিদ অশোকলা, বগুড়া সাবেক চেয়ারম্যান, ৯ নং নূনগোলা ইউ.পি সদর বগুড়া, হাফেজ মাওঃ মোঃ রবিউল ইসলাম (গাইবান্ধা), মাওঃ রশিদুল ইসলাম (২৬ ইঞ্চি) কিশোরগঞ্জ নীলফামারী।

সভাপতিত্বে হযরত মাওঃ মোঃ একরামুল হক শাইখুল হাদীস ,আল জামিয়াতুল ইসলামীয়া শ্যামপুর বন্দর মাদরাসা, সদর রংপুর, উক্ত তাফসীরুল মাহ্ফিলে প্রধান অতিথি জানাব ‌এডঃ মোঃ মাহ্ফুজ উন নবী (ডন) সদস্য সচিব বিএনপি, মহানগর রংপুর। সার্বিক তত্ত্বাবধানে জনাব মোঃ মন্জুরুল হক সিনিয়র শিক্ষক, রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ও সভাপতি ১২ নং ওয়ার্ড, বিএনপি মহানগর রংপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ নুরুন্নবী চৌধুরী মিলন আহবায়ক, যুবদল বিএনপি, মহানগর রংপুর, আ,হ,ম, মোঃ আশিক ইকবাল, সভাপতি, রাধাকৃষ্ণপুর ডিগ্রী কলেজ, মহানগর রংপুর, মোঃ দেলাওয়ার হোসেন অপধক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, রাধাকৃষ্ণপুর ডিগ্রী কলেজ মহানগর রংপুর, মোঃ আলতাফ হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, মহানগর রংপুর, আব্দুর রউফ, বিশিষ্ট ও সমাজ সেবক, মোঃ মোস্তফিজার রহমান সাধারণ সম্পাদক, ১২ নং ওয়ার্ড, বিএনপি মহানগর রংপুর,এ. কে.এম মোঃ শামসুজ্জামান (দুলাল) বিভাগীয় হিসাব রক্ষক, সড়ক বিভাগ রংপুর, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক, ১১ নং ওয়ার্ড মহানগর রংপুর, আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক, ১১নং ওয়ার্ড মহানগর রংপুর, মোঃ রবিউল আবেদীন রতন, সাবেক কাউন্সিলর, ১২ নং ওয়ার্ড মহানগর রংপুর, আলহাজ্ব মোঃ লাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ আক্তারুজ্জামান, বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক, মোঃ সহিদুল ইসলাম, সদস্য ১২ নং ওয়ার্ড, বিএনপি মহানগর রংপুর, মোঃ শহিদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রংপুর, মোঃ ডাঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ১২ নং ওয়ার্ড মহানগর রংপুর, এ.বি.এম আতাউর রহমান, সহযোগী অধ্যাপক, রাধাকৃষ্ণপুর ডিগ্রী কলেজ মহানগর রংপুর, আলহাজ্ব নুরুল ইসলাম, ঠিকাদার ও সমাজ সেবক রংপুর, মোঃ আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য ১২ নং ওয়ার্ড মহানগর রংপুর, আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মহানগর রংপুর, মোঃ কামরুজ্জামান, অবসর সেনা সদস্য, ১২ নং ওয়ার্ড মহানগর রংপুর, মোঃ কাজী আব্দুল মজিদ, বিশিষ্ট সমাজ সেবক, মোঃ আহাদ মিয়া, সভাপতি ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক মহানগর রংপুর, মোঃ লিমন মিয়া, সভাপতি যুবদল ১২ নং ওয়ার্ড মহানগর রংপুর, উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে দলে দলে যোগদান করে দু-জাহানের অশেষ নেকী হাসিল করুন।

error: Content is protected !!