কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ ভারত সহ বিভিন্ন দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক যৌন কর্মী দিবস। আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে আজ পৃথিবীর বৃহত্তম কলকাতার সোনাগাজী তে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক যৌন কর্মী দিবস।
এই মহাসমারোহে ভারতের বৃহত্তম যৌন কর্মী পল্লী তে উপস্তিত ছিলেন কয়েক হাজার যৌন কর্মী। তাদের দাবি এবং ন্যায় অধিকার নিয়ে লড়াই করার জন্য আরেকবার অঙ্গীকার করেছেন কয়েক হাজার যৌন কর্মী। তারা চায় ন্যায় অধিকার। সেই তারা ফেরিওয়ালা র মতো ঘুরপথে পাচারের শিকার না হয় তার নিশ্চিত করার। সেই সঙ্গে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তাদের অধিকার নিয়ে তার নির্দেশ মেনে চলতে চায়। তাদের অধিকার কে যাতে কেউ হরন করে না নিতে পারে তার দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সকল যৌন কর্মীদের।
যৌন কর্মীদের পেশা কে আইনের রক্ষিত করেছেন সুপ্রিম কোর্ট। যৌন কর্মীদের নিরপত্তা এবং হয়রানি শিকার এবং দালাল দ্বারা পরিচালিত না হবার জন্য সকল যৌন কর্মীদের কাছে আহবান জানান। যারা নিজেদের ইচ্ছা নিয়ে এই পেশা কে রুটি রুজির হিসেবে নিয়োজিত হয়েছে তাদের অধিকার কে কেউ যাতে হরণ করতে না পারে তা দেখতে হবে।
যৌন কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে তাদের অধিকার কে প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানান সোনাগাজী দুর্বার মহিলা কমিটি সেক্রেটারি বিশাখা লস্কর। তার নেতৃত্বে আজ সোনাগাজী থেকে কলকাতার কলেজ স্ট্রিট পযন্ত বিশাল মিছিল বের হয়। এই মিছিলে কয়েক হাজার যৌন কর্মী ভাগ নেয়। আজ পশ্চিম বাংলা বিভিন্ন যৌন পল্লী থেকে যৌন কর্মীরা আসেন।