যৌক্তিক কোটা সংস্কারের দাবি বাস্তবায়নের দাবিতে যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

সারাদেশে ছাত্রলীগ-পুলিশের হামলায় ৬ জন ছাত্র-জনতার মৃত্যু, শত শত ছাত্র-ছাত্রী আহত হওয়ার প্রতিবাদ ও বিচারের দাবি এবং যৌক্তিক কোটা সংস্কারের দাবি বাস্তবায়নের দাবিতে যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়

দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভের অংশ হিসাবে আজ মঙ্গলবার ( ১৬ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখা প্রেসক্লাব যশোরের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে।

জোটের জেলা সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যশোর জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা শিক্ষাবিদ কমরেড ইসরারুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড আমিনুর রহমান হিরু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা নেতা কমরেড আলাউদ্দিন, বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা সভাপতি অর্ক বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা অন্জন প্রমুখ।

সমাবেশ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড নাজিমউদ্দীন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড ইলাহদাদ খান।
সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

error: Content is protected !!