মিতালী রানী দাস
যুদ্ধ কি কাকে বলে,
রাজায় রাজায় রংমহলে
যুদ্ধ যেমন এমন করে ,
যা তোমার মনে ধরে।
ক্লান্ত রাত কাটাই যখন,
তোমার মনের বায়না সয়ে,
যুদ্ধ যেমন এমন করে
যা মনটা সহ্য করে,
হেঁসেল খানা ঠেলতে গিয়ে,
মাঝে মাঝে বিরক্ত হই,
অসহ্য কিছু যন্ত্রনাতেও,
যখন আমি চুপটি রই।
যুদ্ধ যেমন এমন করে,
যা মোর মনের মাঝে ঘোরে।
সব কিছু বুঝেও যখন,
আপন জন অবুজ সাজে
যুদ্ধ কেবল বীর রা করে,
আমি তুমি করিনা তা,
নিত্য দিনের যন্ত্রনা বৃথা,
সহ্য করি তুমি আমি যা।
ঘর বদলে মনের মধ্যে,
কষ্টের কভু পাহার জমে,
তুমি আমার থাকলে পাশে,
কিছু দুঃখ তাও যে কমে,
সন্তানের জন্ম বেলায়,
ছেলে মেয়ে যাই হোক,
যুদ্ধ চলে মনে মনে,
কষ্ট কেন আমার ভোগ।
প্রতি ফলে সহ্য করে,
যুদ্ধ করি নিজের সাথে,
সকাল সকাল শুরু করে,
শেষ হয় যা মধ্য রাতে।
যুদ্ধে কেবল রাজ্য জয়?
মন জয়ের নাই কি স্থান,
যুদ্ধে কেবল প্রান যায় কি,
মরে না কি কভু আত্মসন্মান?
সংসারের দায়িত্ব সেরে,
অনেক বছর যায় যে ঘুরে,
গৃহবধুর তকমা খানা,
কেবল যখন হয় পাওনা,
চাকরি করেও রেহাই নাই,
সবার কেবল লাঞ্ছনা পাই,
তাহার থেকে সৈন্য হয়ে,
যুদ্ধ করা অনেক সোজা,
হারলে হবে মৃত্যু বরন,
জিতলে হবে তুমিই রাজা।