মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সতীঘাটা নতুন বাজারে কামালপুর গ্রামে মৃত গোলাম আলী রাজ’র ছেলে আব্দুর রাজ্জাক (৫৩) এর হোটেল হতে ১৫ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এজাহার সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাইদুর রহমান, সহকারি উপ পরিদর্শক বিপ্লব চক্রবর্তী ও মোঃ আরিফুজ্জামান’র নেতৃত্বে একটি চৌকস টিম সোমবার রাত্র আনুমানিক ১৯:৩০ ঘটিকার সময় সতীঘাটা নতুন বাজারস্থ জামানের দোকানের ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক এর খাবারের হোটেলের ক্যাশ বাক্সের নিচে রক্ষিত একটি প্যাকেট হতে ১০০ গ্রাম ওজনের ১৫ বোতল মাদকদ্রব্য ( বিক্রয় নিষিদ্ধ রেকটিফাইড স্পিরিট) উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে আসামি আব্দুর রাজ্জাককে হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষী মোঃ রাশেদ হোসেন ও মোঃ জাহাঙ্গীর হোসেন এর স্বাক্ষরিত একটি জব্দ তালিকা প্রস্তুতপূর্বক উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন উদ্ধারকারী টিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে যশোর কোতয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য, আলামত ও নমুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় হেফাজতে সংরক্ষিত আছে।