মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার সতীঘাটার নতুন ও পুরাতন বাজারে জরাজীর্ণ ব্রীজ রেখে সংযোগ সড়কটি পাকা করনের কাজ চলছে। বুধবার সকালে সরেজমিনে গিয়ে এই দৃশ্য দেখা মেলে। সরেজমিনে গিয়ে দেখা যায় সতীঘাটা পুরাতন বাজার সংলগ্ন ব্রীজটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। স্বাধীনতার পর থেকে অদ্যবদি এই ব্রীজটি কোন সংস্কার করা হয়নি। দীর্ঘদিন ধরে সড়ক ও ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় ছিল। বর্তমান সরকারের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় এ সংযোগ সড়কটি পাকাকরনের কাজ শুরু হয়েছে কিন্তু ব্রীজটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ব্রিটিশ আমলে নির্মিত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এই ব্রীজের উপর দিয়ে বর্তমানে ভারী কোন যানবাহন চলাচল করতে দেয়া হয় না। স্থানীয়রা জানান, সড়ক উন্নয়ন করা হচ্ছে এটা আমাদের জন্য সুখকর, আমাদের কষ্ট লাগব হবে কিন্তু ব্রীজটি সংস্কার করা হলে পার্শ্ববর্তী ৮-১০টি গ্রামের মানুষের জন্য সুখকর হবে। সতীঘাটা বাজার ও তার পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ীরা জানান আমাদের ভারী কোন মালামাল আনা নেওয়া করতে হলে খইতলা ঘুরে এ বাজারে আনতে হয় ব্রীজটি সংস্কার করা হলে আমাদের কষ্ট কিছুটা লাঘব হতো। এলাকাবাসী ও ব্যবসায়ীরা রাস্তা পাকা করার সাথে সাথে ব্রীজটি সংস্কারের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।