যশোরের সতীঘাটা বীর মুক্তিযোদ্ধা সাধন সরকারের গার্ড অব অনার প্রদান 

লেখক: Champa Biswas
প্রকাশ: 9 months ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ৪ নং ওয়ার্ড ভাটপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাধন সরকার (৭০) গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় সময় সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা সাধন সরকারের এই গার্ড অব অনার প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা সাধন সরকার এর গার্ড অব অনার পদান করেন, যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহামুদুল হাসানসহ সঙ্গী ও ফোর্স।

গার্ড অব অনার প্রদান কালে উপস্থিত ছিলেন, সাবেক বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন এফ এফ স্পেশাল গ্রুপ কমান্ডার এ, এইচ এম মুয্হারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল, গাজী আরমান কাসেম, মোঃ মোসাদ্দেক হোসেন, বজলু রহমান, মোঃ মন্টু রামনগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বাবর আলী, শাহাবুদ্দিন, আবুল হোসেন।

আরও উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ।

পরিবার সুত্রে জানা যায়,২১ ফেব্রুয়ারি বুধবার বিকালে হঠাৎ তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তার পরিবার প্রাইভেট যোগে যশোর সদর হাসপাতালে নিয়ে যান, কর্মরত চিকিৎসক তার অবস্থা দেখে এবং তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রিফার করেন। তখন দ্রুত এম্বুলেন্স যোগে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হন।

পথিমধ্যে নড়াইল পৌঁছালে তিনি ঐ দিন রাত আনুমানিক ১২ টার দিকে স্টকজনিত রোগে আক্রান্ত হলে নড়াইল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তার মৃত্যু কালে তিনি ২ ছেলে ও স্ত্রীসহ অনেক কিছু রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সাধন সরকারের গার্ড অফ অনার প্রদান শেষে সতীঘাটা মহাশ্মশান তার শেষকৃত্য সম্পর্ণ করা হয়।

error: Content is protected !!