যশোরের মণিরামপুরে জামাত ইসলামের হত্যাকান্ডের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান 

লেখক: এম, ওয়াজেদ আলী
প্রকাশ: 4 weeks ago

স্টাফ রিপোর্টার:
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মণিরামপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়মে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পূর্ব শাখার সাংগঠনিক মুহ্তারাম জেলা আমির অধ্যক্ষ আব্দুল আজিজ। জামায়াত নেতা আহসান হাবিব লিটনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাড. গাজী এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা নায়েবে আমির মাওঃ মহিউল ইসলাম, যশোর জেলা যুব বিভাগের সেক্রেটারী হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী সেক্রেটারী ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা সুরা পরিষদের সদস্য মাওঃ সেলিম জাহাঙ্গীর, জেলা শাখার সুরা কর্ম পরিষদের সদস্য রবিউল ইসলাম, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওঃ মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতের মণিরামপুর পৌর সভাপতি আব্দুল বারী, জেলা শাখার ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারী আবু সালেহ উবাইদুল্লাহ, উপজেলা শ্রম বিভাগের সেক্রেটারী আলীমুজ্জামান, যশোর জেলার শাখার সাবেক ছাত্র শিবিরের সহ-সভাপতি এইচ.এম.শামীম, উপজেলা ছাত্র শিবিরের উত্তরের সভাপতি হাদিউজ্জামান, উপজেলা ছাত্র নেতা এস.এম. ফয়সাল মাহমুদ। আলোচনা সভায় এবং  সমাবেশ থেকে বক্তারা আরো বলেন, অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
error: Content is protected !!