যশোরে হরিণারবিলে ২ হাজার বিঘা কৃষকের রোপা আমন ধান পানির নিচে
লেখক:
Rakib hossain প্রকাশ: 3 months ago
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
যশোর সদরে ভারী বৃষ্টির কারণে হরিণার বিলে ২ হাজার বিঘা কৃষকের রোপা আমন ধান পানির নিচে তলিয়ে আছে। ৩০ আগস্ট শুক্রবার সকালে হরিণার বিলে এই দৃশ্য দেখা মেলে। সরে জমিনে গিয়ে দেখা যায়, যশোরে হরিনার বিলে কামালপুর,খরিচাডাঙ্গা, তোলাগোলদার পাড়া, রামনগর গাজীপুর, কৃষকের প্রায় ২ হাজার বিঘা রোপা আমন ধান পানিতে তলিয়ে থাকতে দেখা যায়। এই বিষয়ে চাষি অনুকূল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে এ হরিণার বিলে কৃষকের ধান পানিতে ডুবে আছে। ধানের গাছ ও পাতা গুলো পচন ধরেছে, এতে অনেক ক্ষতি সাধন হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ নদীরমাতৃক দেশ তবে এ হরিনার বিলের বুক চিরে বয়ে গেছে একটি মুক্তেশ্বরী নদী।
এই মুক্তেশ্বরীর নদী যদি নমস্কার থাকতো তাহলে হয়তো বিঘা বিঘা জমি ধান পানির নিচে ডুবে থাকতো না। ভারী বৃষ্টির হওয়ার কারণে যশোর সহ এতদা অঞ্চলের পানি গুলো এই মুক্তেশ্বরী নদী দিয়ে প্রবাহিত হয়। চাষি মহিতোষ বলেন হরিণার বিলে রোপা আমন ধান রোপণের বয়স প্রায় ২০, ২৫ দিন।
চাষের মাঠ সবুজে ভরে গিয়েছিল হঠাৎ ভারী বৃষ্টির কারণে আমাদের ধান গুলো পানিতে ডুবে আছে। তবে আমাদের দাবি এখন থেকে মুক্তেশ্বরী নদীর শুধু পানি নয় নদীর কিনারে দিয়ে জনগণের জমি থাকায় এবং তাদের বিভিন্ন প্রজাতির গাছ ঝুকে পড়েছে নদীর মধ্যে এতে পানি অপসারণের বাধার মূল কারণ। তবে হরিণার বিলের পানি কমতে শুরু করেছে, চাষীদের ২ হাজার বিঘার জমির রোপা আমন ধান অনিশ্চিত।