মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
যশোরে হঠাৎ বৃষ্টিতে আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বেলা আনুমানিক ২ ঘটিকার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এ বৃষ্টিতে মাঠে থাকা কৃষকের কাটা আমন ধান পানিতে ভিজে যায়। সরজমিনে গিয়ে দেখা যায় যশোরের বিল হরিনা, কামালপুর, তোলা গোলদার পাড়া, বাজুয়াডাঙ্গা, সিরাজসিঙ্গা, ভাটপাড়া, রামপুর, বলরামপুর, ভোজগাতী, খরিচাডাঙ্গা, গোপালপুর,কচুয়া বিল, কুড়ির মাঠসহ বিভিন্ন চাষের মাঠে আমন ধান পানিতে ভিজে গেছে। ফসল ভিজে যাওয়াই কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। তারা আশঙ্কা করছে এ অবস্থা আরো কয়েকদিন চলতে থাকলে তাদের বড় ধরনের ক্ষতি হবে। ধান ভিজে যাওয়ার বিষয়ে চাষী আজগর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আজ সকালে ধান বাধতে মাঠে এসেছি। ধান বাধা প্রায় শেষের পথে বৃষ্টি শুরু হয়েছে। এখন আমার বাধা ধান সব ভিজে গেছে। আকাশের অবস্থা ভালো না এ অবস্থা কতদিন চলবে জানিনা। দ্রুত ধান শুকিয়ে বাড়িতে না নিতে পারলে ধান নষ্ট হয়ে যাবে। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব। বিল হরিনার চাষী শুকুর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার দুই বিঘে ধান কাটা রয়েছে ধান গুলো প্রায় শুকায় গেছে আগামীকাল বেঁধে আনবো বলে প্রস্তুতি নিয়ে ছিলাম কিন্তু আজ দুপুরে হঠাৎ বৃষ্টিতে আমার কাটা শুকনা ধানগুলো হঠাৎ বৃষ্টিতে ভিজে গেছে। তবে বিল হরিণার অনেক চাষির বিঘা বিঘা ধান কাটা রয়েছে হঠাৎ বৃষ্টিতে তাদের কাটা ধান ভিজে যায়। এমন অবস্থা দেখে চাষিরা চরম হতাশায় ভুগছে, তবে যদি ভারী বৃষ্টি হয় তাহলে কৃষকের ব্যাপক ক্ষতি হবে বলে জানান।