যশোরে লাঙ্গল গরু দিয়ে হাল চাষ এখন প্রায় বিলুপ্তির পথে 

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরে লাঙ্গল গরু দিয়ে  হাল চাষ এখন প্রায় বিলুপ্তির পথে। সোমবার সকালে হরিণার বিলে একজন কৃষকের এই দৃশ্য দেখা মেলে। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের হরিণার বিলে লাঙ্গল গরু দিয়ে হাল চাষ করতে খুব কম দেখা মেলে। লাঙ্গল গরু দিয়ে হাল চাষের বিষয় কৃষক খোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন আর লাঙ্গল গরু দিয়ে জমি হালচাষ করতে খুব কম দেখা যায়।
কালের অবর্তমানে লাঙ্গল গরু দিয়ে হাল চাষ হারিয়ে যেতে বসেছে। শুধু এই হরিনার বিলে নয় বাংলাদেশের অনেক জায়গায় লাঙ্গল গরু দিয়ে হাল চাষ করতে খুব কম দেখা যায়। তিনি আরো বলেন আমাদের হরিণার বিলের চাষের মাঠে এখন লাঙ্গল গরু দিয়ে হাল চাষ হয় না। আধুনিক প্রযুক্তিতে এখন চাষির জমি গুলো হাল চাষ করেন ট্রাক্টর পাওয়ার টিলার দিয়ে এই চাষাবাদ করেন।
কৃষক  খোকন গাজী বলেন আমি অনেক বছর ধরে লাঙ্গল গরু দিয়ে হাল চাষ করি শুধু হরিণায় বিলে নয় বিভিন্ন চাষের মাঠে আমি নাঙ্গল গরু দিয়েই চাষাবাদ করি। এখন লাঙ্গল গরু দিয়ে হাল চাষ করতে দেখা যায় না কিন্তু এ হরিনার বিলে আমি নিজেই ইরি ধানের চাষের জমি লাঙ্গল গরু দিয়ে হাল চাষ করছি।
error: Content is protected !!