যশোরে রামনগর সিরাজসিঙ্গা যশোবেওয়া সরকারি প্রাঃ বিদ্যাঃ সাবেক প্রতিষ্ঠাতা শিক্ষক আকরামের ইন্তেকাল 

লেখক: Champa Biswas
প্রকাশ: 2 years ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড সিরাজসিংঙ্গা যশোবেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রতিষ্ঠাতা শিক্ষক আকরাম সর্দারের (৭০) ইন্তেকাল। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। জানাযায়, তিনি শুক্রবার ৯ই জুন আছররাদ মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে, ঐদিন রাত আনুমানিক ২ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে স্ত্রী ও অনেক রেখে গেছেন। মহরমের নামাজের জানাজা শনিবার জহরবাদ যশোবেওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মহরুমের নামাজের জানাজার শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মহরুমের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন। ১১ নং রামনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, ও বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লীগণসহ স্থানীয় মুসল্লীগণরা উপস্থিত ছিলেন। মহররমের জানাজার নামাজ পড়ান, হাফেজ ছোট ছেলে মাসুম। অনুরূপভাবে একই গ্রামে যশোবেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা এবং স্কুলের শিক্ষক আবুল মাস্টার ইন্তেকাল করেন। শনিবার ১১ টার সময় সিরাজসিঙ্গা ঈদগাহ মাঠে মহরুমে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। মহরুমে নামাজের জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

error: Content is protected !!