যশোরে রামনগর ইউনিয়নে ১৫ ই আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ 

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার ১৫/০৮/২০২৩ ইং তারিখে রামনগর ইউনিয়ন পরিষদে এই জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রামনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ইউপি সদস্য রফিকুল ইসলাম সভাপতিত্বে এবং রাশেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামনগর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগে নেতা আলতাফ হোসেন, পূজা পরিষদ নেতা দুলাল সমাদ্দার, ইউনিয়ন আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল আলশ ভূট্টো, রামনগর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং আওয়ামলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন । দোয়া মাহফিল শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুরূপভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রাজারহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এমএইচ সোহাগের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সেলিম রেজা বাবলুর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আসাদুজামান মিঠু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম মিলন,সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু,সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, জুয়েল খানসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। কুয়াদা বাজারস্থ আওয়ামীলীগ কার্যালয়ে আ’লীগ নেতা লুৎফর রহমান’র সভাপতিত্বে ও আ’লীগ নেতা আব্দুল হালিমের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ওয়াজেদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামনগর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আয়ুব আলী ও ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। অন্যান্যের মধ্যে যুবলীগ নেতা মিজানুর রহমান, আসাদুজ্জামান ছোট্টা, ছাত্রলীগে নেতা মুহাম্মদ বাপ্পাী প্রমুখ।

error: Content is protected !!