যশোরে মুক্তেশ্বরী নদীতে পাটের আশঁ ছাড়ানোর কাজে ব্যাস্ত সময় পার করছেন চাষিরা 

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরে মুক্তেশ্বরী নদীতে সোনালী আঁশ খ্যাত  পাটের আশঁ ছাড়ানোর দৃশ্য দেখা মেলে। ২৮শে আগস্ট  সোমবার সকালে বলিয়ানপুর ব্রিজ সংলগ্নে মুক্তেশ্বরী নদীতে এই পাটের আশঁ ছাড়ানো দৃশ্য দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, মুক্তেশ্বরী নদীতে সোনালী আঁশ খ্যাত পাটের আশঁ ছাড়ানোর প্রক্রিয়া এবং ব্রিজের উপর দিয়ে সেই সোনালী আঁশ পাট রোদে শুকাতে দেখা যায়। এ বিষয়ে পাট চাষী হাফিজুর রহমান কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার চাষের জমিতে পাট ভালো হয়েছে তবে এই পাট চাষের বেশি খরচ হয়। আরো বলেন পাট কেটে মুক্তেশ্বরী নদীতে জাগ দিয়ে ১২ থেকে ১৫ দিন পর এই পাট থেকে ছাড়ানো হয়। চাষের জমিতে পাট ভালো কিন্তু কিন্তু আমরা সাবলম্বী। তবে বর্তমান বাজারজাত ১ মন পাটের দাম ১৪০০ টাকা হওয়ার কারণে আমরা চাষিরা দিশেহারা। তবে পাটের আশঁ এর দাম যদি আর একটু বেশি হত তাহলে আমাদের মতন কৃষকের পরিবারের স্বস্তি ফিরে পেত।  কৃষেন শহিদুল সর্দারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা নদীতে ৭ দিন ধরে পাটের আশঁ ছাড়ানোর কাজ করছি। আমরা এক আটি পাটের আশঁ ছাড়ানোর জন্য ১২/১৩ টাকা করে দেয়। তবে প্রতিদিন আমরা ৫০ থেকে ৬০ আটি পাটের আশঁ ছাড়ানোর সম্ভব হয়। তিনি আরো বলেন, বর্তমান মৌসুমে চাষের মাঠে কৃষকের সোনালী আশঁ ভালো ফলন হয়েছে । তবে নদীতে এই সোনালী আশঁ পাট জাগ দিলে এই পাটের আশঁ এর রং সব থেকে ভাল হয় বলে জানান।
error: Content is protected !!