যশোরে বিশেষ অভিযানে  ১ টি রিভলবার ও ৭ রাউন্ড গুলি সহ  গ্রেফতার – ১

লেখক: এম, ওয়াজেদ আলী
প্রকাশ: 2 days ago

 স্টাফ রিপোর্টার:
যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভাস্থ সিরাজকাঠি এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ ভিত্তিতে  রাত  উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী  মোঃ জসিম সরদার,  পিতা- মৃত ওয়াজেদ আলী সরদার,এর ছেলে সাং-সিরাজকাঠি, ওয়ার্ড নং-৭, নওয়াপাড়া পৌরসভা,  থানা অভয়নগর, জেলা- যশোর’কে ০১ (এক) টি বিদেশী রিভলবার ও ০৭ (সাত) রাউন্ড গুলি সহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নিয়ে উক্ত স্থানে অবস্থান করছিল। আসামী মোঃ জসিম সরদার  ইতিপূর্বে সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিজ হেফাজতে অস্ত্র রাখার অপরাধে আইনশৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছিল এবং তার বিরুদ্ধে যশোর জেলার বেনাপোল থানায় ০১ (এক) টি অস্ত্র আইনে মামলা বিচারাধীন রয়েছে।
উদ্ধারকৃত আলামত সমূহ সহ গ্রেফতারকৃত আসামী’কে অভয়নগর থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলেন মোঃ রাসেল ফ্লাঃ লেঃ ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর।
error: Content is protected !!