সাইবুর রহমান সুমন, বেনাপোল প্রতিনিধি:
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, থ্রি-পিস, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রীসহ চোরাচালানকৃত পণ্য আটক করেছে।
বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৩,৩৮,০০০/- টাকার ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, থ্রি-পিস, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এই চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব হারাচ্ছে।
বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযানের প্রতি স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছে। মাদক এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।