যশোরে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় উৎসবে মেতে ওঠার অপেক্ষায় সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের মানুষেরা। প্রতিবছরের ন্যায় এ বছরও আসছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় আনন্দমুখর উৎসব শারদীয় দূর্গা পূজা। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর সৃষ্টের পালন করার জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে মর্তলোকে আগমন ঘটেছিল। দুর্গাপূজাকে ঘিরে যশোরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা। ভক্তদের হৃদয় ছুঁতে শিল্পীদের প্রতিযোগিতা চলছে মণ্ডপে মন্ডপে। সরজমিনে দেখা যায়, যশোরের বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছে। এতে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের। দ্রুত কাজ সম্পন্ন করতে রাতদিন পরিশ্রম করছেন তারা। কাদামাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। মনের মাধুরী মিশিয়ে মৃৎশিল্পীরা ফুটিয়ে তুলছেন সকল দেব-দেবীকে। দেবী দুর্গার প্রতিমা ছাড়াও শিব, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, অসুরসহ অন্যান্য প্রতিমার তৈরির কাজ চলছে। প্রতিমা তৈরীর পাশাপাশি আলোকসজ্জা, প্যান্ডেল, ডেকোরেশনসহ অন্যান্য কাজগুলো ধীরে ধীরে এগিয়ে চলছে। উল্লেখ্য, ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটবে।

error: Content is protected !!