যশোরে পবিত্র মাওলায়েত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

লেখক: Rakib hossain
প্রকাশ: 6 months ago

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামে নুরুল হক মঞ্জিলে পবিত্র মাওলায়েত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫/০৬/২০২৪ ইং তারিখ মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত পবিত্র মাওলায়েত দিবস উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় কামালপুর গ্রামের মােজাহার আলী গাজীর সভাপতিত্বে পবিত্র মাওলায়েত দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান বক্তা বয়ান করেন, আলহাজ্ব শাহ আখতার কামাল চিশতি ( মাঃ জিঃ আঃ) রেলগেট মাওলা আলী (ক) দরবার শরীফ এর গদ্দি নশিন পীর। পবিত্র মাওলায়েত দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন, হক মঞ্জিল এর মালিক নুরুল হক। পবিত্র মাওলায়েত দিবস সফল করার লক্ষ্যে সুদূর ঢাকা, বরিশাল, বরগুনা, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর কেশবপুর, মনিরামপুর এবং বিভিন্ন জেলা উপজেলা এবং স্থানীয়  ভক্ত বৃন্দরা এই পবিত্র মাওলায়েত দিবস এর অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। ভক্তবৃন্দরা হলেন, সুমন চিশতি, আব্দুল বাতেন, আবির হোসেন, সোহেল রানা, এস আর সাঈদ, কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামসহ স্থানীয় মুসল্লিগণ।
এই পবিত্র মাওলায়েত দিবসে অনুষ্ঠানে প্রধান বক্তা আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠানে  তিনি  হযরত মুহাম্মদ (সাঃ) এবং হযরত আলী (রাঃ)  এর দিক নির্দেশনা সকল মুসল্লীদের মাঝে বয়ান প্রদান করেন। অনুষ্ঠানে দোয়া মাহফিল শেষে সকল মুসল্লীদের মাঝে তাবারক  বিতরণ করেন।
error: Content is protected !!