মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরে বিভিন্ন গ্রামাঞ্চলে গ্রাম পাড়া মহল্লার ঐতিহ্যবাহী সেই শিশুদের লাটিম খেলার ধুম পড়েছে। ২ মার্চ শনিবার পড়ন্ত বিকালে বিভিন্ন গ্রামাঞ্চলে শিশুদের লাটিম খেলার এই দৃশ্য দেখা মেলে। ঐতিহ্যবাহী সেই লাঠি খেলা যশোরে বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় শিশুরা ফাল্গুন মাসে পড়ন্ত বিকালে লাটিম খেলার এই দৃশ্য দেখা যায়।
ঐতিহ্যবাহী এই লাটিম খেলা শিশুরা যখন খেলা করছিল তখন স্থানীয় জনগণ তাদের লাটিম খেলা দেখে বলছেন।কালের বিবর্তনে এই ঐতিহ্যবাহী লাটিম খেলা হারিয়ে যেতে বসেছে। তবে ফাল্গুন মাসে শিশুরা গ্রাম পাড়া মহল্লায় কয়েকজন শিশুরা মিলে লাটিম খেলার হতে দেখা যায।
স্থানীয় লাটিম খেলার ভক্ত সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এক সময় আমরা দেখেছি ফাল্গুন মাসে পড়ন্ত বিকালে শিশুরা ও যুবকরা বিভিন্ন গ্রাম অঞ্চলে পাড়া মহল্লায় এই ঐতিহ্যবাহী লাটিম খেলার প্রতিযোগিতা হতো। তবে ঐতিহ্যবাহী এই লাটিম খেলা গ্রাম পাড়া মহল্লা শিশুরাই ধরে রাখেন। একসময় ঐতিহ্যবাহী এই লাটিম খেলা স্মৃতি স্বরূপ হয়ে থাকবে বলে জানান।