মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ডহরসিঙ্গা সরকারি রাস্তা সংলগ্নে গভীরতম মাছের ঘের খননের অভিযোগ পাওয়া যায়। ২৫/০৩/২০২৪ ইং তারিখ সোমবার ডহরসিংগা গ্রামের সরকারি রাস্তার সংলগ্নে এই গভীরতম ঘের খননের এই দৃশ্য মেলে।
জানা যায়,যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে ৮ নং ওয়ার্ড ডহরসিংগা গ্রামে গত ২০/০৩ /২০১৪ ইং তারিখ থেকে ঘের খনন শুরু করেন।
এ ঘটনা সংবাদ পেয়ে রামনগর ইউনিয়ন পরিষদের ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান পলাশ ঘটনা স্থান পরিদর্শন করেন এবং ঘেরের মালিক রজব আলী বিশ্বাস এর কাছে জানতে চাইলে যে আপনি কেন সরকারি রাস্তার সংলগ্নে মাটি কেটে গভীরতম খনন করে ঘের তৈরি করছেন। আপনার জমি আপনি আমিন দ্বারা না মেপে কিভাবে মাটি কেটে ঘের খনন করছেন। আপনি জমি থেকে মাটি একটা মাটিও কাটবেন না।
এখন বন্ধ করে দেন এবং তিনি বলেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের জানিয়ে আমিন দ্বারা মেপে তারপর খনন করেন। এই কথা বলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান পলাশ খননের কাজ বন্ধ করে কর্মস্থানে ফিরে যান। কিন্তু জমির মালিক রজব আলী বিশ্বাস সরকারি কর্মকর্তার নিষেধাজ্ঞা তোয়াক্ত না করে দেদারসে মাটি কেটে ঘের খননে কাজ চালিয়ে যাচ্ছে।
প্রশ্ন উঠেছে ঘের খননের মালিক রজব আলীর খুটির জোর কোথায়। এলাকাবাসী বলেন, সরকারি রাস্তার সংলগ্নে জমির মাটি কেটে গভীরতম খনন করাটাই দণ্ডনীয় অপরাধ। এলাকাবাসীর এই ঘটনার বিষয় তদন্তপূর্বক কর্তৃপক্ষের নিকট আশু- হস্তক্ষেপ কামনা করেন।