যশোরে কানায়তলা নামক স্থানে অজ্ঞান পার্টি কবলে পড়ে অজ্ঞান অবস্থায় অজ্ঞাত মহিলা উদ্ধার
লেখক:
এম, ওয়াজেদ আলী প্রকাশ: 4 hours ago
স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলা কানাতালায় নামক স্থানে মণিরামপুর মহাসড়কে কিনারে অজ্ঞাত এক বৃদ্ধ মহিলা (৬৫) অজ্ঞান পার্টি কবলে পড়ে গলার চেন এবং ব্যাগ নিয়ে বৃদ্ধাকে ফেলে রেখে পালিয়ে যায়। ৮ ই নভেম্বর শুক্রবার আনুমানিক ২ টা ৩০ মিনিটে অজ্ঞান পার্টির কবলে পড়ে অজ্ঞাত মহিলার এই ঘটনা ঘটে।
এই ঘটনার বিষয় স্থানীয় জনগণ জানান , আমরা দুপুরের ভাত খেয়ে মাঠে ধান দেখতে যাচ্ছিলাম হঠাৎ দূর থেকে দেখি একটা ইজি বাইক থেকে অজ্ঞাত এক মহিলাকে সড়কের কিনারে ফেলে দেয়। তবে অজ্ঞান পার্টিরা নিজের জীবন বাঁচাতে কালাতলা অদূরে ভাটপাড়া প্রাইম ভাটার মধ্যে দিয়ে ইজি বাইকটি চলে যেতে দেখা যায়।
এ ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে তোলাগোলদার পাড়া ও ভাটপাড়া গ্রামে জনগণ এক নজর দেখার জন্য ঘটনার স্থানে আসেন এবং তাকে উদ্ধার করে তারা মাথায় তেল পানি দেন, প্রাথমিক চিকিৎসা দেন। তারা বলেন এ বৃদ্ধ মহিলাকে চেতনাশক ঔষধ খাওয়াইয়া অজ্ঞান করে সড়কের কিনারে ফেলে রেখে হাতের দুইটা চুড়ি ও আংটি খুলতে না পেরে তার গলার চেন, ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা থানা পুলিশের সংবাদ দিলে বলেন, দ্রুত হাসপাতাল কিংবা ক্লিনিকে নিয়ে যান সেখানে চিকিৎসা দিন আমরা ঘটনা স্থান আসছি।
স্থানীয় জনগণ অজ্ঞাত ওই মহিলাকে দ্রুত ইজিবাইক যোগে চিকিৎসার জন্য নিয়ে যান। তবে এই ঘটনার বিষয় স্থানীয় জনগণের মাঝে আতংকে বিরাজ করছে ।