যশোর-৪ আসনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী এনামুল হক বাবুলকে নিয়ে মন্ত্রী প্রত্যাশা

লেখক: Champa Biswas
প্রকাশ: 11 months ago

স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ) আসনে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত নৌকার প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলকে মন্ত্রিসভায় দেখতে চায় জনগণ। উল্লেখ্য স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসনে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী পায়নি অভয়নগর ও বাঘারপাড়াবাসী। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে (অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া) আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠন, আওয়ামী পরিবারসহ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ নৌকাকে ভালোবেসে যশোরের ছয়টি আসনের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ৮১ হাজার ২৮৫ ভোটে বাবুলকে বিজয়ী করে এ আসনটি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও যশোর-৪ আসনকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে নৌকার মাঝি এনামুল হক বাবুলকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এই আসনের সর্বস্তরের মানুষ জোর আহ্বান জানিয়েছেন। যশোর-৪ আসনের আগের সবকটি নির্বাচনী ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭০, ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১ সাল ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত শাহ্ হাদীউজ্জামান। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে এমপি নির্বাচিত হয়ে একাধিপত্ব ধরে রেখেছেন রনজিত কুমার রায়। দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে নৌকা প্রতীকের প্রত্যাশী ছিলেন ১৩ জন। সবাইকে টেক্কা দিয়ে টিকিট নিশ্চিত করেন প্রভাবশালী আওয়ামী লীগ পরিবারের সন্তান এনামুল হক বাবুল।

error: Content is protected !!