যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথমদিন অনুপস্থিত ১হাজার ৮শত ৩৪ জন
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় একযোগে যশোর বোর্ডেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রথম দিন অনুপস্থিত ১ হাজার ৮ শত ৩৪ জন। রবিবার (৩০ এপ্রিল) সকাল দশটায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুভ সূচনা হয়। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ বিশ্বাস শাহিন আহমেদ জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৫৮ হাজার ১০২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৫০ হাজার ৩৬২ জন ও অনিয়মিত ৭৮২ জন এবং মানোন্নয়ন পরীক্ষার্থী ৮১ জন। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিচ্ছে ২২ জন ও কারাগারে থেকে পরীক্ষা দিচ্ছে পাঁচ শিক্ষার্থী। আজকে অনুষ্ঠিত বাংলা ১ম পত্র পরীক্ষায় ১ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত আছে বলে জানা যায়।