যশোর জেলা কালেক্টরেট ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ব্যবহৃত জীপ গাড়ী সংরক্ষণ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ

যশোর জেলা কালেক্টরেট ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সেই জীপ গাড়ীটি সংরক্ষিত আছে। বুধবার সকালে যশোরের কালেক্টরেট ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ব্যবহৃত সেই জীপ গাড়িটি সংরক্ষণ অবস্থায় দেখা যায়। সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চুয়াডাঙ্গা যাওয়ার জন্য ১৯৬৯ সালে এই গাড়ীটি ব্যবহার করেছিলেন। পরবর্তীর্তে ১৯৭১ সালে শেষের দিকে জীপ গাড়িটি ( যশোর – ব – ২১৪) তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ তিনি মুক্তিযোদ্ধা কালে এ জীপটি ব্যবহার করেন এবং ০৬ ডিসেম্বর ১৯৭১ সালে সকালে যশোরের নিউমার্কেট এর পিছনের এলাকার মধু গ্রামে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধের সময় এই জীপ গাড়ীটি ব্যবহার করা হয়। ঐ দিনই মধুগ্রামের যুদ্ধের শেষে পাক হানাদার বাহিনীর ৩ জনকে ধরে এনে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য যে এ জীপ গাড়িটি মালিক মোমিন গার্লস স্কুল এবং ঐ সময় জীপ গাড়ি চালক ছিলেন মোঃ সিদ্দিক হোসেন। ঐ জীপ গাড়ীটি তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তির যুদ্ধের স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়। ২০১৬ – ২০১৭ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি আওতায়” যশোর জেলা কালেক্টরেট ক্যাম্পাসে মুক্তিযুদ্ধে ব্যবহৃত জীপ গাড়ী” এর ভিত্তি প্রস্তব স্থাপন করেন, ড, মোঃ হুমায়ুন কবির জেলা প্রশাসক যশোর। বাস্তবায়নের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যশোর।

error: Content is protected !!