Thursday, January 23, 2025

যশোর কোতয়ালীর পৃথক ০২টি হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার-২, হত্যাকাজে ব্যবহৃত চাকু উদ্ধার

Date:

Share post:

যশোর কোতয়ালীর পৃথক ০২টি হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার-২, হত্যাকাজে ব্যবহৃত চাকু উদ্ধার
মোঃ ওয়াাজেদ আলী স্টাফ রিপোর্টারঃ
যশোর কোতয়ালী মডেল থানাধীন ঘুরুলিয়া সাকিনে জনৈক গৌরি রানীকে শ্লীলতাহানীর বিষয় নিয়ে ইউসুফ ও ইউনুছ, পিতাঃ মোঃ আঃ লতিফ শেখ নামের দুই ভাইয়ের মধ্যে কোন্দলে ইং ৩১/০৩/২০২৩ তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় তালবাড়ীয়া ঘুরুলিয়া গ্রামের কামার মোড়ে ইউসুফ আলী আপন ভাই ইউনুছ আলী (২৪)কে ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে রক্তাক্ত জখম করে।
তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। এই সংক্রান্তে নিহতের স্ত্রী সুমাইয়া ইয়াসমিন বাদী হয়ে এজাহার দিলে কোতয়ালী মডেল থানার মামলা নং-০৪ তাং-০১/০৪/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
(খ) যশোর কোতয়ালী মডেল থানাধীন পূর্ববারান্দি নাথপাড়া ভৈরব নদী সংলগ্ন জনৈক হুমায়ুন ও আজাহার উদ্দিন বাবু দ্বয়ের প্লট জমির মাঝের রাস্তার উপর নাহিদ হাসান (১৪), পিতা- রেজাউল ইসলাম বাচ্চু , সাং-তরফ নওয়াপাড়া (শেখহাটি), থানা-কোতয়ালী, জেলাঃ যশোর কে প্রতিপক্ষ আইনের সাথে সংঘাতে জড়িত শিশু অপরাধী জিসান উদ্দিন ওরফে অন্তর, পিতাঃ- জসিম উদ্দিন ও ইব্রাহিম, পিতা-মাকসুদ, উভয় সাং-পূর্ব বারান্দি নাথপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরসহ অজ্ঞাতনামা সহযোগীরা ধারালো চাকু দ্বারা স্ট্যাপ করে রক্তাক্ত জখম করলে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
এই সংক্রান্তে নিহতের পিতা বাচ্চু এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-০৭ তাং-০১/০৪/২০২৩ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। গ্রেফতার অভিযানঃ
উপরোক্ত ঘটনা ০২টি একই দিন সংঘটিত হওয়ায় শহরে চাঞ্চল্য সৃষ্টি করে। যশোর পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর নির্দেশে যশোর জেলা গোয়েন্দা শাখা ও কোতয়ালী থানা যৌথভাবে অভিযান করে বর্নিত ঘটনা (ক) এর আসামী ইউসুফকে গত ইং ০১/০৪/২০২৩ তারিখ ১৭.২০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন নাটুয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পার্শ্ববর্তী এক মহিলা গোপালের মা “গৌরি রানী” কে আসামী ইউসুফ আলী শ্লিলতাহানী করে। এই সংক্রান্তে গৌরি রানী তার ভাই ইউনুছ এর নিকট বিচার দিলে ঘটনার বিষয় নিয়া দুইভাইয়ের স্ত্রীর মধ্যে ঝগড়া হয় একপর্যায়ে ইউসুফ তার ভাই ইউনুছকে ধারালো চাকু দ্বারা আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষনা করেন।
 ঘটনা (খ) এর আইনের সাথে সংঘাতে জড়িত অপরাধী শিশু জিসান উদ্দিন ওরফে অন্তর (১৪) কে গত ইং ০১/০৪/২০২৩ তারিখ রাত ২৩.৩০ ঘটিকার সময় পুরাতন কসবা টালিখোলা এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার স্বীকারোক্তি ও দেখানো মতে ঘটনাস্থলের পাশে আজহার উদ্দিন খান বাবুর জমিন থেকে হত্যাকাজে ব্যবহৃত বার্মিজ টিপ চাকু উদ্ধার করে জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী সাক্ষী ও আটক অপরাধীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইং ৩১/০৩/২০২৩ তারিখে পুর্ববারান্দি নাথপাড়া বাইতুস সালাত জামে মসজিদে ইফতারের পর ইব্রাহিম ও রাতুল আল হাসান নামের দুই ছেলের সাথে সিনিয়র জুনিয়র নিয়ে ঝগড়া হয়।
সেই সূত্রে রাতুলের বন্ধু নাহিদ হাসান রাতুলের পক্ষ নিয়ে কথা বলায় তারাবিহ নামাজের মাঝে নাহিদ হাসানকে মসজিদ থেকে ডেকে নিয়ে ইব্রাহিম ও তার চাচাতো ভাই জিসান উদ্দিন অন্তর ঝগড়া করে একপর্যায়ে অন্তর এর হাতে থাকা চাকু দ্বারা আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
 গ্রেফতারকৃত আসামীর তথ্যঃ
১। মোঃ ইউসুফ আলী (২২), পিতা-মোঃ লতিফ শেখ, সাং- ঘুরুলিয়া (দক্ষিনপাড়া কামারের মোড়), থানা-কোতয়ালী, জেলা-যশোর।
২। আইনের সাথে সংঘাতে জড়িত অপরাধীঃ জিসান উদ্দিন ওরফে অন্তর (১৪), পিতাঃ- জসিম উদ্দিন, সাং-পূর্ববারান্দি নাথপাড়া, থানাঃ-কোতয়ালী, জেলাঃ-যশোর। উদ্ধারকৃত আলামতঃ
(১) পৃথক ঘটনায় হত্যা কাজে ব্যবহৃত ০২টি চাকু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে পানিতে ডুবে শি’শুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর মধ্যপাড়ার তৈনুর বিশ্বাসের ১১ বছরের ছেলে এবং মরহুম আব্দুল হাই বিশ্বাসের...

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর ঘোষণা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার চালু 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ  তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তর বঙ্গের আলিপুরদুয়ার...

গোদাগাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মাসুদ আলম, ব্যুরো চিফ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

রৌমারী বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান রঞ্জু

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বিশেষ এক জরিপে একধাপ এগিয়ে রয়েছেন ৮০...