মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

সোহেল রানাঃ

যশোরের বেনাপোলে তন্বী মন্ডল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা করেছে। সে বালুন্ডা গ্রামের জেলে পাড়ার শ্রী রাম মন্ডলে কন্যা।

বুধবার (৩রা মে) দিবাগত রাতে বেনাপোল পোর্টথানার বালুন্ডা গ্রামের জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তন্বী বালুন্ডা গ্রামের জেলে পাড়ার শ্রী রাম মন্ডলে কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পড়ার সময় মোবাইল ব্যবহার করছিলো বলে তার মা শ্রীমতি বিলাসী রানী বকাঝকা করে। এতে সে মায়ের ওপর অভিমান করে আত্নহত্যা করেছে। তন্বী মন্ডলের মা ভোরে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সাথে মেয়েকে ঝুলতে দেখেন। পরে পরিবারের লোকজন সহ প্রতিবেশিকে ডাকাডাকি করে নিচে নামায়।

বেনাপোল পোর্ট থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে তন্বী মন্ডল এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কেন কি কারনে আত্মহত্যা করেছে তার ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

error: Content is protected !!