মোবাইল ফোন

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

মুহাঃ মোশাররফ হোসেন

মোবাইল ফোন খুব প্রয়োজন ডিজিটাল এই দিনে, দূরের খবর আসে আর যায় চিঠি-পত্র বিনে।

কম সময়ে খবর নেয়া যায় যে” সকল দেশে,
আত্বীয় স্বজন কোথায়-কেমন সহজে জানা যায় ভালবেসে।

ফোনটা ছাড়া যায় না যে চলা এক মিনিটের তরে,
এটাই আবার আগুন ধরায় শান্তি সুখের ঘরে।

উপকার তার কম নয় কভু ক্ষতিটাও আছে সেই সাথে,
বই রেখে সব ছাত্র-ছাত্রী চ্যাটিং করে রাতে।

প্রেমের আলাপে ঘুম আসে না যে, একলা বিছানাতে:
গভীর রাতে ফোনের সাথে নীল ছবিতে মাতে।

ফুল কুমারী, কুলের বধূ প্রেমের জালে ফেঁসে,
সুখের ঘরে আগুন ধরে ঘরহারা হয় শেষে।

মোবাইল ফোন অর্থ ব্যয়ের ডিজিটাল এক যন্ত্ৰ: জালিয়াতি আর মিথ্যা কথা’ শেখার যাদু মন্ত্র।

ভালো-মন্দ সব মিলিয়ে আধুনিক এই ফোন,
জয় করেছে সবার হৃদয়ে” সব মানুষের মন।

error: Content is protected !!