মোটরসাইকেলে মিললো ৬১পিস স্বর্ণেরবার আটক-৩

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

সোহেল রানাঃ

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে (১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১পিস) স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। এ সময় পাচারকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে কায়বা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন-নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫), একই উপজেলার মঙ্গলপুর গ্রামের ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) এবং বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।

বিজিবি সূত্রে জানায়, গোপন খবরে জানা যায়, কায়বা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে হবে। এমন সংবাদের ভিত্তিতে ২১বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহলদল মেইন পিলার ১৭/৭ এস এর ২০ আর পিলার হতে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থানে অভিযান পরিচালনা করে।

ওই সময় একটি মোটরসাইকেলসহ তিন জনকে থামতে বললে তারা মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে।পরে বিজিবি ধাওয়া করে তাদের মোটরসাইকেলসহ আটক করে। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত রাখা ৬১পিস স্বর্ণেরবার পাওয়ার যায়।যার ওজন ১৩কেজি ১৪৩ গ্রাম।বর্তমান বাজার মূল্য ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরকরে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।এবং আটক সোনা ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!